Monday, May 15, 2017

নোএসকিউএল কি?

নোএসকিউএল (যার মানে হচ্ছে "নন এসকিউএল", "নন  রিলেশনাল" অথবা "নট অনলি এসকিউএল") ডাটাবেস ডাটা স্টোর এবং উদ্ধারের এমন একটি ম্যাকানিজম দেয় যা গতানুগতিক ট্যাবুলার বা রিলেশনাল ডাটাবেসে মত নয়।

সুবিধা সমূহঃ
১। বিশাল আকারের দ্রুত পরিবর্তনশীল স্ট্রাকচারড , সেমিস্ট্রাকচারড, এবং আন স্ট্রাকচারড ডাটা , এজাইল স্প্রিন্টস, এবং পুনপুন কোড পরিবর্তনের উপযোগী।
২। অবজেক্ট ওরিয়েন্টেড প্রগ্রামিং যা ব্যবহার করা সহজ ও সুবিধাজনক
৩। দামী, বড় ব্লকের আর্কিটেক্টচার এর বদলে গ্রাফিকালি ডিস্ট্রিবিউটেড স্কেল- আউট আর্কিটেক্টচার এর ব্যবহার

No comments:

Post a Comment