Monday, May 22, 2017

একটু খানি বিগ ডাটা

  • কিভাবে কম্পিউটার চিন্তা করে?
  • কোন সমস্যা সমাধানে কিভাবে কম্পিউটার ব্যবহার করা যায়?
  • কিভাবে কম্পিউটার প্রগ্রাম কাজ করে?

এসব প্রশ্নের উত্ত্র জানতে হলে প্রথমেই ফান্ডামেন্টাল কম্পিউটেশনাল থিঙ্কিং কনসেপ্ট বুজতে হবে। তারপর ডাটা সাইন্সের জন্য প্রগ্রামিং থেকে জানা হাবে প্রশ্ন গুলোর উত্তর। কোর্সের ১০ টি সেকসানে এ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে।

কোর্স শেষেঃ
১। কিভাবে কম্পিউটার চিন্তা করে এবং ডাটা সাইন্সের সাথে এর কি সম্পর্ক
২। ডাটা ভিজুয়ালাইজ করার জন্য সিম্পল প্রগ্রাম বানানোর সমক্ষতা অর্জন
৩। সবশেষে কম্পিউটার সাইন্সের এডভান্স টপিক গুলোর শেখার বিষয়ে আত্তবিশবাস এবং দক্ষতা অর্জিত হবে

 সেকসান ১-ক্রিয়েটিভ কোড- কম্পিউটেশনাল থিঙ্কিং
 সেকসান ২-বিল্ডিং ব্লকস-
 সেকসান ৩-রিপিটেশান-ক্রিয়েটিং এন্ড রিকোগনাইজিং প্যাট্রান
 সেকসান ৪-চয়েজ-কোন পথ অনুসরণ করা হবে
 সেকসান ৫- রিপিটেশান-সামনে এগিয়ে যাওয়া
সেকসান ৬- টেস্টিং এন্ড ডিবাগিং
সেকসান ৭-ডাটা এড়েঞ্জিং
সেকসান ৮- ফাংশান- রিইউ জেব ল কোড
সেকসান -৯- ডাটা সাইন্স ইন প্র্যাকটিস
সেকসান -১০-তার পর কি?

 সেকসান ১-ক্রিয়েটিভ কোড- কম্পিউটেশনাল থিঙ্কিং
--------------------------
 লার্নিং অবজেক্টিভস:

 * প্রসেসিং যে এস  () দিতে কি করা যায় জানা
 * একগোরিদম কিভাবে কাজ করে বুজতে পারা
 * বেসিক প্রসেসিং যে এস ()  আপ্লাই করা এবং কালার দিয়ে কোডিং শুরু করা

এ কোর্সে বিগ ডাটার যে সব বিষয় গুলো নিয়ে আলোচনা করা হবে সেগুলো হচ্চেঃ
১। ফান্ডামেন্টাল কনসেপ্ট
২। এলগোরিদম
৩। সিলেকশান
৪। ইলেরেশান
৫। ফাংশান
৬। ডাটা স্ত্যরাকচার

প্রথমে জানা যাক কোন কোন প্রশ্নের উত্ত্র পাওয়া যাবে এই লেখা থেকেঃ
১। প্রসেসিং ()  দিয়ে কি করা যায় ?
২। এলগোরিদম কিভাবে কাজ করে?
৩। বেসিক প্রসেসিং কি এবং কালার ব্যবহার করে কোডিং করে কিভাবে কোডিং করা যায় ?

প্রসেসিং এমন একটি ল্যাংগুয়েজ যা মুলত ডাটা কে ভিজুয়ালাইজ করতে ব্যবহার করা হয়। এটি ডাটা ভিজুয়ালাইজেশ ন, গ্রাফিক্স,

No comments:

Post a Comment