Thursday, May 11, 2017

হাবিজাবি জিনিসপত্র প্রাকটিস

টাইম কমপ্লেক্সিটি কি জিনিস?
কোন একটি একগোরিদ ম বা প্রগ্রাম যে সমস্যা সমাধানে বানানো হয়েছে সেটা করতে যে সময় নেয় তাই টাইম ক্মপ্লেক্সিটি। টাইম কমপ্লেক্সিটি কোণ প্রগারম রান করতে কত সময় নিবে তার সঠিক ধারনা দিতে পারে না শুধু কত সময় লাগতে পারে তার ধারনা দিতে পারে।

রিকারসন ফাংশন কি জিনিস?
যে ফাংশনে নিজেকেই কল করার সিস্টেম থাকে তাকে রিকারসন ফাংশন বলে। যেমনঃ ফিবনাক্কি সিরিজের ফাংশন। এরকম ফাংশন আজীবন চলতে থাকে, একে থামাতে হলে  if-else ব্যবহার করতে হইয়।

প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিস্টেম অনুসারে একটা কমেন্ট?
সিঙ্গেল লাইন
// here is a comment
মাল্টিপল লাইন
/*here is multiple
line
comment*/

 What is software bug ?
 প্রগ্রামিং এ কোন ভুল থাকলে সেটাকে বাগ বলে। 

No comments:

Post a Comment