Thursday, May 11, 2017

অবজেক্ট

প্রোগ্রামিংয়ে অবজেক্ট কি জিনিস?
আমাদের চারপাশে যা কিছু আছে সবই অবজেক্ট। যেমনঃ গরু ছাগল, হাস, মুরগী, কম্পিউটার, চেয়ার, মোবাইল ইত্যাদি। এমন কি আমরাও অবজেক্ট। প্রগ্রামিং করার সময় বাস্তব দুনিয়ার যা কিছু ব্যবহার করা হয় সেগুলোকে অবজেক্ট বলে। এক্ষেত্রে জীব জড় নির্বিশেষে অবজেক্ট বলা হয়।

অবজেক্টের প্রপার্টি কি জিনিস?
সাধারণত অবজেক্টের একাধিক বশিস্ট থাকে। যাদের কে ইংরেজীতে বলে property. যেমনঃ চেয়ার একটি অবজেক্ট। এই অবজেক্টের একাধিক বশিস্ট আছে। যেমন চেয়ারের ৪ টি পা, আছে, ২ টি হাতল, আবার বসার জন্য গদিও আছে। এগুলোকে চেয়ার অবজেক্টের property বলে।

অবজেক্ট কিভাবে ডিক্লেয়ার করে?
অবজেক্ট যেহেতু একটি ভেরিয়েব ল তাই প্রথমে var লিখে একটি নাম দিতে হবে যেমনঃ
var chair ={
}

কিভাবে অবজেক্টের প্রপার্টি যোগ করা হয়?
var chair ={
legs:4,
hand:2,
hasFoam:true
}
console.log(chair);

শুধু একটি বেশিস্ট আউটপুট দেখতেঃ
console.log(chair.legs);
result:4

কোন অবজেক্টের বশিস্ট চেঞ্জ করতেঃ
chair.legs=3;
console.log(chair.legs);
result:3

প্রপার্টির মান ভেরিয়েবলে রেখে সেটা আউটপুট হিসেবে দেখা:
একটি ভেরিয়েবল নিতে হবে যার সমান লিখতে হবে অবজেক্ট ডট প্রপার্টির নাম উদাহরণ স্বরূপ নিচের মত-
var chairLegs =chair.legs;

No comments:

Post a Comment