১।অল্প কয়েক লাইনে
উদাহরণসহ ভেরিয়েবল এর একটা সামারি
উত্তরঃ কোন
কিছুর মান ভেরি করলে বা পরিবর্তিত হলে প্রোগ্রামিং এর ভাষায় তাকে ভেরিয়েবল বলে।
ভেরিয়েব্লের একটি নাম থাকবে আর থাকবে মান। নাম ধরে ডাক দিলে বা কল করলে মান জানা
যাবে।
পাইথনে ভেরিয়েবল লিখে এভাবেঃ chalerDam = 29;
পিএইচপিতে ভেরিয়েবল লিখে এভাবেঃ $ chaleDam = 29;
জাভাতে var chalerDam= 29;
পাইথনে ভেরিয়েবল লিখে এভাবেঃ chalerDam = 29;
পিএইচপিতে ভেরিয়েবল লিখে এভাবেঃ $ chaleDam = 29;
জাভাতে var chalerDam= 29;
২।অল্প কয়েক লাইনে
উদাহরণসহ if-else এর একটা সামারি
উত্তরঃ
এখানে সত্য হলে একটি কাজ করা হয়, আর মিথ্যা হলে অন্য একটি কাজ করা
হয়। যেমনঃ
var riksaVara = 23;
if (riksaVara<30)
{
console.log ("riksay jabo");
}
else{
console.log ("jete jabo");
}
var riksaVara = 23;
if (riksaVara<30)
{
console.log ("riksay jabo");
}
else{
console.log ("jete jabo");
}
৩।উদাহরণসহ array এর একটা সামারি
উত্তরঃ array হচ্ছে
অনেকগুলো উপাদানের সমষ্টি। এর ভেতরের উপাদানগুলোকে কমা দিয়ে লেখা হয়। উপাদানগুলোতে
নতুন করে যোগ করা, বাদ
দেয়া, পজিশন জানা, আকার জানা ইত্যাদি কাজ করা যায়।
যেমনঃ Friebds =["jajib","rakib","majib","kajib"];
Friebds.length-কয়টা উপাদান আছে জানার জন্য
Friebds.push("Mirza");- মির্জা কে অ্যারেতে যোগ করার জন্য
Friebds.pop();-শেষ উপাদান টিকে বাদ দেয়ার জন্য
Friebds.sort();-সব উপাদান গুলোকে ছোট থেকে বড় আকারে সাজাতে
Friebds.indexOf("majib");মাজিবের পজিশন জানতে
Friebds(2);-২ নাম্বার পজিশনে কে আছে জানতে
Friebds.reverse();-উপাদানের পজিশন উল্টে দিতে
যেমনঃ Friebds =["jajib","rakib","majib","kajib"];
Friebds.length-কয়টা উপাদান আছে জানার জন্য
Friebds.push("Mirza");- মির্জা কে অ্যারেতে যোগ করার জন্য
Friebds.pop();-শেষ উপাদান টিকে বাদ দেয়ার জন্য
Friebds.sort();-সব উপাদান গুলোকে ছোট থেকে বড় আকারে সাজাতে
Friebds.indexOf("majib");মাজিবের পজিশন জানতে
Friebds(2);-২ নাম্বার পজিশনে কে আছে জানতে
Friebds.reverse();-উপাদানের পজিশন উল্টে দিতে
৪।উদাহরণসহ while লুপ এর একটা সামারি
উত্তরঃ
যে লুপে while শব্দটি
থাকে সেটাই while লুপ।
হোয়াইল এর পরে একটি শর্ত থাকে সেটা সত্য হলে লিপের ভিতরের কাজটি করা হবে এবং যতবার
কাজটি হয়েছে তার মান এক বাড়ানো হবে। আর শর্ত মিথ্যা হলে লুপ থেকে বের হয়ে যাবে।
while (kotobar<10){
console.log("Kan dore utbos korte thak");
kotobar++;
}
while (kotobar<10){
console.log("Kan dore utbos korte thak");
kotobar++;
}
৫।উদাহরণসহ for লুপ এর একটা সামারি
উত্তরঃ
যে লুপ for দিয়ে
লিখতে হয় তাই ফর লুপ। for লুপে
৩ টি অংশ থাকে। প্রথম অংশে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়, ২য় অংশে শর্ত দেয়া থাকে, এবং ৩য় অংশে ভেরিয়েবলের মান এক
করে বাড়ানো হয়। মাজখানের শর্ত সত্য হলে লুপ চলবে, না
হলে লুপ থেকে বের হয়ে যাবে।
for var (i=0;i<10;i++)
{
console.log(i);
}
for var (i=0;i<10;i++)
{
console.log(i);
}
৬।উদাহরণসহ function এর একটা সামারি
উত্তরঃ
প্রোগ্রামিং এ ছোট বড় কাজ করার জন্য function ব্যবহার করা হয়।function এ একাধিক ইনপুট নেয়া যায়। function এর নাম থাকবে। function দিয়ে একি কাজ বার বার করা যায়।
function jokKor (first,second){
var jok = first+second;
return jok;
}
function jokKor (first,second){
var jok = first+second;
return jok;
}
No comments:
Post a Comment