১। কোড করার সময় ধীরে সুস্থে প্রয়োজনে বেশি সময় নিয়ে হলেও নির্ভুল কোড করার চেষ্টা করতে হবে এর জন্য দরকারে গুগলে সার্চ দিয়ে অথবা আগের লেখা কোড দেখে নিয়ে নিশ্চিত হতে হবে যে সঠিক কোড লেখা হচ্ছে। কেননা একবার ভুল কোড লেখা হয়ে গেলে পরে সে ভুল বের করতে যে বিরাট জক্কি, হয়রানী পোহাতে হয় ( যার কারনে অনেক সময় কোডিং এর প্রতি বিরক্তি চলে আসতে পারে) তার চাইতে সময় নিয়ে নির্ভুল কোডিং করা অনেক অনেক বেশি সহজ এবং বুদ্ধিমানের।
২। মনোযোগ যেন অন্যকোণ দিকে না যায় সে ব্যবস্থা করে নিতে হবে।
২। মনোযোগ যেন অন্যকোণ দিকে না যায় সে ব্যবস্থা করে নিতে হবে।
No comments:
Post a Comment