আমরা ইতি মধ্যে শিখেছি কিভাবে নানা রকমের বেসিক সেপ যেমন- লাইন, চতুর্ভুজ, বৃত্ত ইত্যাদি আঁকতে হয়। এখন আমরা আমাদের কনসেপ্টকে আরো একটু এগিয়ে নিয়ে যাবো। আমরা কিভাবে একটি ক্যানভাসে একাধিক সেপ আকা যায়, কিভাবে সেপগুলোতে রঙ্গয়ের ব্যবহার করা যায়। তাছাড়া শিখবো প্রসেসিং এ নির্দেশনার গুরুত্ব এবং এলগোরিদম ব্যবহার করে কিভাবে আমদের কাজ গুলোকে সংগঠিত করা যায়।
এলগরিদম হচ্ছে কোন একটি কাজ করার জন্য যে সব পদক্ষেপ বা ধাপগুলো অনুসরণ করতে হয় সেগুলোর ধারাবাহিকতা। আমাদের প্রতিদিনের কাজের সাথে এই ধাপগুলোর মিল আছে। যেমন ধরা যাক আপনার অফিস মতিজিলে। এখন আপনার প্রিয় নিরব হোটেলে খেতে যেতে চাইলে আমাকে প্রথমে মতিজিল থেকে তোপখানা রোড বরাবর ১.৫ কিলোমিটার গিয়ে বায়ে মোড় নিয়ে নাজিম উদ্দিন রোডে আরো ১.৫ কিলোমিটার যেতে হবে।
অথবা আপনার প্রিয় খাবার আম ষত্ব বানানোর রেসিপি। উয়ভ ক্ষেত্রেই একাধিক কাজ ধারাবাহিকভাবে করে যেতে হয় উদেশ্য সাধনের জন্য।
আম ষত্ব রেসিপিঃ
ধাপঃ ১) আম চটকে নেয়া
( মিষ্টি আমসত্ত্ব খেতে চাইলে পাকা আম আঁটি ফেলে চটকে নেবেন। আর টক মিষ্টি খেতে চাইলে কাঁচা ও পাকা আম মিলিয়ে নেবেন। সেক্ষেত্রে কাঁচা আম সিদ্ধ করে আঁটি ফেলে চটকে নিতে হবে)
ধাপঃ ২) চিনি (যতখানি আম তার সম পরিমাণ চিনি। এক কাপ আম হলে ১ কাপ চিনি। তবে নিজের স্বাদ অনুযায়ী দেয়া যাবে)
ধাপঃ ৩) সরিষার তেল প্রয়োজনমত
এখন আমরা একটি ক্যানভাসে দুটি আয়তক্ষেত্র আকবো:
size(150,150);
rect(10,10,30,10);
rect(100,100,30,10);
( মিষ্টি আমসত্ত্ব খেতে চাইলে পাকা আম আঁটি ফেলে চটকে নেবেন। আর টক মিষ্টি খেতে চাইলে কাঁচা ও পাকা আম মিলিয়ে নেবেন। সেক্ষেত্রে কাঁচা আম সিদ্ধ করে আঁটি ফেলে চটকে নিতে হবে)
ধাপঃ ২) চিনি (যতখানি আম তার সম পরিমাণ চিনি। এক কাপ আম হলে ১ কাপ চিনি। তবে নিজের স্বাদ অনুযায়ী দেয়া যাবে)
ধাপঃ ৩) সরিষার তেল প্রয়োজনমত
এখন আমরা একটি ক্যানভাসে দুটি আয়তক্ষেত্র আকবো:
size(150,150);
rect(10,10,30,10);
rect(100,100,30,10);
No comments:
Post a Comment