অর্ডারঃ
গ্রাফ আকার সময় যেসব বিষয়ের উপর নজর দিতে হবে তাদের অন্যতম হচ্ছে অর্ডার বা ক্রম। ধরা যাক আমরা একটি আয়ত ক্ষেত্র এবং তার উপরের কোনের দিকে অবস্থান করছে এমন একটি বত্ত আঁকতে চাই। তবে সভাবিক ভাবেই আগে আয়ত ক্ষেত্র এবং তারপর বৃত্ত আঁকতে হবে। এর ব্যাতিক্রম হলে হবে না। আর তখনি চলে আসে এলগোরিদম । যেটাকে উপরে রাখতে চাই সেটার কোড পরে লিখতে হবে।
রং করাঃ
সেপ রং করতে হলে fill(); ফাংশন ব্যবহার করতে হবে। প্রসেসিং এ 0-255 পর্যন্ত অঙ্ক গুলো ব্যবহার করে সেপ এর রং কি হবে ঠিক করে দেয়া হয়। এখানে 0 মানে হচ্ছে কালো এবং 255 মানে হচ্ছে সাদা। (সবচেয়ে বড় অংক ২৫৫ হবার কারন হচ্ছে কম্পিউটারের ১ বাইট মেমরির সবোচ্চ জায়গা পরিমাণ হচ্ছে এটি)
কালো চতুর্ভুজের উপর সাদা বৃত্ত এবং তার নিচে রংবিহীন ত্রিভুজঃ
size(200,200);
fill(0);
rect(40,40,60,50);
fill();
ellipse(40,40,50,50);
noFill();
triangle (40,100,70,140,100,100);
No comments:
Post a Comment