ইন্টারনেট কি?
এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে অসংখ্য কম্পিউটার, ল্যাপটপ ,মোবাইল ফোন বা অন্যান্য ডিভাইজ পরস্পরের সাথে যুক্ত থাকে। এর সূচনা হয় ১৯৫০ সালে যা সেসময় সামরিক কাজে ব্যবহার করা হত।
ওয়েব কি?
ইন্টার নেত ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার বা এক ডিভাইজ থেকে অন্য ডিভাইজে তথ্য আদান প্রদান করতে যে সিস্টেম ব্যবহার করা হয় তাকে ওয়েব বলে। টিম বারনারস লি ১৯৮৯ সালে ইয়েবের ধারনা প্রদান করেন। তিমনি সে সময় CERN labe প্রকোশ লী হিসেবে কর্মরত ছিলেন। পরে তিনি w3C তে ডিরেক্টর হিসেবে কাজ করেন। পরে www Foundation প্রতিষ্ঠা করেন। যেমনঃ বাসায় বসে যদি কেউ অফিসের কাজ দেখতে চায়।
সারভারঃ যে কম্পিউটার থেকে তথ্য নেয়া হয়।
ক্লায়েন্টঃ যে কম্পিউটার তথ্য নেয়।
সার্ভারের কাজঃ
১। ওয়েব সাইট হোস্ত করা
২। রিকোয়েস্ট হ্যান্ডেল করা
৩। একটি নিদ্রিস্ট ফরম্যাটে ডকুমেন্ট সারভ করা
আইপি এড্রেস ( Internet Protocol Address)
প্রতেক যন্ত্রের ঠিকানা থাকে যে ঠিকানা ব্যবহার করে তাকে খুজে পাওয়া যায় এই ঠিকানা কে আইপি এড্রেস বলে।
আইপি এড্রেসের ৪ টি অংশ থাকে
উদাহরণঃ 192.168.66.1
প্রতিটি অংশে ০ থেকে ২৫৫ টি ক্যারেক্টার থাকতে পারে
এখন যে আইপি আমরা ব্যবহার করছি সেটা ipv4 যা ৩২ বিটের
সামনে ১২৮ বিটের Ipv6 এর প্রস্তাব করা হয়েছে।
ডোমেইন নেম সার্ভারঃ
সবার আইপি এড্রেস মনে রাখা সম্ভব না , তাই শডোমেইন নেম ব্যবহার করা হয়।
ক্লায়েন্ট প্রথমে DNS Serverএ আইপি নাম্বার জানার জন্য রিকুয়েন্ট পাঠায় তারপর সে আইপি নাম্বার এর কাছে কোন ডক বা ডাটার জন্য রিকুয়েস্ট পাঠায়।
DNS Server সব ওয়েব সাইটের আইপি সংরক্ষণ করে রাখে।
আইপি জানার জন্য start > cmd> ping www.exaple.com লিখতে হবে
URL Uniform Resource Locator ইউআরএল
http এর মানে Hyper Text Transfer Protocol. Hyper Text মানে কোন ডকুমেন্ট এবং Protocolমানে আইন কানুন বা নীতিমালা।
বিভিন্ন ধরনের Protocol আছেঃ
১। https-Hyper Text Transfer Protocol Secure
2. FTP- File Transfer Protocol
3. SMTP- Simple Mail Transfer Protocol
4.SSM- Secure Cell
Top Level Domain (TLD)
.com, .net .org
http://www.exapmle.com/index.html
www- হোস্ত নেম
exapmle.com- ডোমেইন নেম
index.html- ডক নেম
www এর বদলে দেয়া যেতে পারেঃ
static.exaple.com
web.dimik.com
en.wikipedia.org
bn.wikipedia.org
এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে অসংখ্য কম্পিউটার, ল্যাপটপ ,মোবাইল ফোন বা অন্যান্য ডিভাইজ পরস্পরের সাথে যুক্ত থাকে। এর সূচনা হয় ১৯৫০ সালে যা সেসময় সামরিক কাজে ব্যবহার করা হত।
ওয়েব কি?
ইন্টার নেত ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার বা এক ডিভাইজ থেকে অন্য ডিভাইজে তথ্য আদান প্রদান করতে যে সিস্টেম ব্যবহার করা হয় তাকে ওয়েব বলে। টিম বারনারস লি ১৯৮৯ সালে ইয়েবের ধারনা প্রদান করেন। তিমনি সে সময় CERN labe প্রকোশ লী হিসেবে কর্মরত ছিলেন। পরে তিনি w3C তে ডিরেক্টর হিসেবে কাজ করেন। পরে www Foundation প্রতিষ্ঠা করেন। যেমনঃ বাসায় বসে যদি কেউ অফিসের কাজ দেখতে চায়।
সারভারঃ যে কম্পিউটার থেকে তথ্য নেয়া হয়।
ক্লায়েন্টঃ যে কম্পিউটার তথ্য নেয়।
সার্ভারের কাজঃ
১। ওয়েব সাইট হোস্ত করা
২। রিকোয়েস্ট হ্যান্ডেল করা
৩। একটি নিদ্রিস্ট ফরম্যাটে ডকুমেন্ট সারভ করা
আইপি এড্রেস ( Internet Protocol Address)
প্রতেক যন্ত্রের ঠিকানা থাকে যে ঠিকানা ব্যবহার করে তাকে খুজে পাওয়া যায় এই ঠিকানা কে আইপি এড্রেস বলে।
আইপি এড্রেসের ৪ টি অংশ থাকে
উদাহরণঃ 192.168.66.1
প্রতিটি অংশে ০ থেকে ২৫৫ টি ক্যারেক্টার থাকতে পারে
এখন যে আইপি আমরা ব্যবহার করছি সেটা ipv4 যা ৩২ বিটের
সামনে ১২৮ বিটের Ipv6 এর প্রস্তাব করা হয়েছে।
ডোমেইন নেম সার্ভারঃ
সবার আইপি এড্রেস মনে রাখা সম্ভব না , তাই শডোমেইন নেম ব্যবহার করা হয়।
ক্লায়েন্ট প্রথমে DNS Serverএ আইপি নাম্বার জানার জন্য রিকুয়েন্ট পাঠায় তারপর সে আইপি নাম্বার এর কাছে কোন ডক বা ডাটার জন্য রিকুয়েস্ট পাঠায়।
DNS Server সব ওয়েব সাইটের আইপি সংরক্ষণ করে রাখে।
আইপি জানার জন্য start > cmd> ping www.exaple.com লিখতে হবে
URL Uniform Resource Locator ইউআরএল
http এর মানে Hyper Text Transfer Protocol. Hyper Text মানে কোন ডকুমেন্ট এবং Protocolমানে আইন কানুন বা নীতিমালা।
বিভিন্ন ধরনের Protocol আছেঃ
১। https-Hyper Text Transfer Protocol Secure
2. FTP- File Transfer Protocol
3. SMTP- Simple Mail Transfer Protocol
4.SSM- Secure Cell
Top Level Domain (TLD)
.com, .net .org
http://www.exapmle.com/index.html
www- হোস্ত নেম
exapmle.com- ডোমেইন নেম
index.html- ডক নেম
www এর বদলে দেয়া যেতে পারেঃ
static.exaple.com
web.dimik.com
en.wikipedia.org
bn.wikipedia.org
No comments:
Post a Comment