Friday, April 28, 2017

এসকিউএল সার্ভার

এসকিউএল সার্ভার মাইক্রসোস্ফট এর বানানো একটি রিলেশ্ননাল ডাটাবেস ম্যানেজ মেন্ট সিস্টেম (RDBMS)। এটি একি কম্পিউটার বা নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহার করা যায়। প্লাট ফর্ম ইন্ডিপেন্ডেন্ট এই সফটওয়ারটিতে গুই (GUI) এবং কমান্ড উয়ভ উপায়েই কোড লেখা যায়।

এটি দিয়ে ডাটাবেস বানানো, ডাটাবেস ব্যবস্থাপনা করা, ডাটাবেস এনালাইসিস করা (এসকিউএল সার্ভার এনালাইসিস সার্ভিস বা SSAS দিয়ে), রিপোর্ট জেনারেট করা (এসকিউএল সার্ভার রিপোরটিং সার্ভিস বা SSRS দিয়ে) এবং ইএলটি অপারেশন (এসকিউএল সারাভার ইন্টেগরেশন সার্ভিসেস বা SSIS দিয়ে) করা যায়।

ভারসান


Version    Year    Code Name
6.0    1995    SQL95
6.5    1996    Hydra
7.0    1998    Sphinx
8.0 (2000)    2000    Shiloh
9.0 (2005)    2005    Yukon
10.0 (2008)    2008    Katmai
10.5 (2008 R2)    2010    Kilimanjaro
11.0 (2012)    2012    Denali
12 (2014)    2014    Hekaton (initially), SQL 14 (current)

এডিশনঃ
এন্তাপ্রাইজ- এটিতে সব ফিচার থাকে।
ষ্ট্যাণ্ডার্ড - এন্টারপ্রাইজ চেয়ে কম ফিচার থাকে।
ওয়ার্ক গ্রুপ- বড় কোম্পানির ছড়িয়ে থাকা অফিসের জন্য
ওয়েব- ওয়েব এপ্লিকেশনের জন্য ডিজাইন করা
ডেভেলপার - এন্টারপ্রাইজের মত তবে শুধু একজনের জন্য লাইসেন্স দেয়া হয়।
এক্সপ্রেস - ফ্রি এন্ট্রি লেভেল ডাটাবেস। এটি শুধুমাত্র একটি সিপিইউ এবং এক গিগা মেমরিতে ব্যবহার করা যায়, ডাটাবেসের স্রবোচ্চ সাইজ হতে পারে ১০ গিগা বাইট পর্যন্ত।
কমপ্যাক্ট - মোবাইল এপ্লিকেশন ডেপেলেপমেন্টের জন্য ফ্রি ডাটাবেস আরো আছে ডাটা সেন্টার, বিজনেস ইন্টীলিজেন্স, এন্তাপ্রাইজ ইভালুশান

No comments:

Post a Comment