Friday, April 28, 2017

ODBC কি ?


ওপেন ডাটাবেস কানেক্টিভিটি (ODBC) হচ্ছে একটি স্ট্যান্ডার্ড এপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেজ (API) যা দিয়ে ডাটাবেজ ম্যানেজম্যান্ট সিস্টেমে (DBMS) এক্সেস করা হয়। মুলত ভিন্ন ভিন্ন ডাটাবেস সিস্টেম বা অপারেটিং সিস্টেমে সব এপ্লিকেশন রান করানোর সমস্যা সমাধানে এই এপিআই ডেভেলপ করা হয়েছে। ওডিবিসি দিয়ে কোন এপ্লিকেশন লেখা হলে সেটা যেকোন প্লাটফর্মে স্থানান্তর করা যাবে। যা কিনা ক্লায়েন্ট এবং সার্ভার দুই ক্ষেত্রেই প্রযোজ্য।

ওডিবিসি একটি ড্রাইভার ব্যবহার করার মাধ্যমে এই  DBMC স্বাধীনতা লাভ করে যেটি এপ্লিকেশন এবং DBMS এর মাজে একটি ট্রাঞ্জেকশান লেয়ার হিসেবে কাজ করে।

১৯৯০ এর শুরু দিকে মাইক্রোসফট ও প্রোগ্রেস ডাটা ডাইরেক্ট   ODBC ডেভেলপ করে।

No comments:

Post a Comment