Wednesday, April 26, 2017

লুপ

লুপ

কোন একটি কাজ অনেক বার করতে হলে প্রগ্রামিং এ অনেক বার কোড লেখার কোন দরকার পরে না, দুই তিন লাইন কোড লিখেই যত খুশি কাজ করানো যায়। যেমন আপনি ১ থেকে ১০০ পর্যন্ত লিখতে  চাচ্ছেন  সেক্ষেত্রে ১০০ লাইন কোড লা লিখেই সেটা লুপের মাধ্যমে ২/৩ লাইনের মাধ্যমে লিখে ফেলা যায়। ওয়েব এপ্লিকেশন এবং ডেক্সটপ এপ্লিকেশন বানানোর সময় এমন অনেক পরিস্থিতি সামনে  আসবে যখন একই কাজ বার বার করতে হবে বা কোন একটি শর্ত পুরন হবার আগ পর্যন্ত করতে হবে। যেমনঃ এমন একটি ড্রপ ডাউন বানানোর দরকার যেখান থেকে ইউজার একটি পছন্দ করবে (মাসের নাম বা অন্য কিছু হতে পারে) , আবার ডাটা বেজে অনেক তথ্যের মধ্যে থেকে লুপের মাধ্যমে কল করা হলে একের পর এক ডাটা আসতে থাকবে।

লুপ চার ধরনেরঃ

১।   for loop
২। while loop
৩। foreach loop
৪। do while loop

for loop, foreach এবং while loop সবচেয়ে বেশি কাজে লাগে do while loop কম লাগে। 

No comments:

Post a Comment