Thursday, June 1, 2017

ডট নেটঃ সি শার্প এন ভায়রায়ন মেন্ট



প্রশ্ন ১- ডট নেট কি?

উত্তরঃ এটি একটি  প্লাট ফর্ম। মাইক্রোসফট চেয়েছিল প্রতিটি ডিভাইজ, কম্পিউটার  এবং ওয়েব সার্ভিস কে একসাথে বুদ্ধিমানের মত কাজ করিয়ে ব্যবহার কারীদের উন্নত সমাধান দিতে। এর ফলে ব্যবহার কারীরা বহু ধরনের ভ্যালু বেইজড এপ্লিকেশন বানাতে পারবে যেমনঃ ইউনিফায়েড ব্যাংকিং সার্ভিসেস, ইলেকট্রনিক বিল পেমেন্ট,স্টক ট্রেডিং, ইনস্যুরেন্স সার্ভিসেস, সমন্বিত সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট । মাইক্রোসফট এগুলো বলে ওয়েব সার্ভিস। এবং এইসব সেবা বাস্তবায়ন এবং ডেলিভারি র সফটওয়্যার কোশলকে ব্ লে ডট নেট।  

প্রশ্নঃ ডট নেট ফ্রেম ওয়ার্ক কি?
উত্তরঃ ডট নেট প্লাট ফর্মের একটি টুল হচ্চে ডট নেট ফ্রেম ওয়ার্ক। ওয়েব সার্ভিস ও অন্যান্য এপ্লিকেশন বানাতে এবং দিপ্লয় করতে যে এনভায়রন মেন্ট দরকার পরে ডট নেট ফ্রেম ওয়ার্ক সেটা প্রদান করে।

প্রশ্ন ডট নেট প্রযুক্তি কি? সংক্ষেপে এর উৎপত্তি বল?
উত্তরঃডট নেট প্রযুক্তি হচ্ছে থারড জেনারেশন কম্পোনেন্ট মডেল। সি ও এম প্রযুক্তির তুলনায় এটি নতুন মাত্রার ইন্টার অপারেবভিলিটি প্রদান করে। 

বর্তমান ডট নেট প্রযুক্তি তিন টি গুরুত্ব পূর্ণ ডেভেলপ মেন্ট ফেজের মধ্যে দিয়ে গেছে
১। ও এল ই প্রযুক্তি
২। সি ও এম প্রযুকজুক্তি
৩।ডট প্রযুক্তি

No comments:

Post a Comment